05 February 2018

সাদ্দামকন্যা ইরাকের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকলেও নাই আইএস নেতা বাগদাদি


আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি ৬০ মোস্ট ওয়ান্টেড ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ইরাক সরকারএতে স্থান পেয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদও। তবে আইএস নেতা আবু বাকর আল-বাগদাদির নাম এ তালিকায় নেই

সাদ্দামকন্যা রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করছেনএবারই প্রথম এমন তালিকা প্রকাশ করা হলোইরাক সরকার বলছে, সাম্প্রতিক প্রকাশিত তালিকার এসব ব্যক্তির সন্ত্রাসী সংগঠন আইএসআইএস, আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে

আইএস নেতা বাগদাদির মৃত্যুর গুজব বহুদিন ধরেই চলছেইরাকি কর্তৃপক্ষ হয়ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েই এ তালিকায় তার নাম রাখেনি বলে মনে করছেন অনেকেতবে ইরাক সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি

এ তালিকায় রয়েছে ইসলামিক স্টেট (আইএসের) ২৮ সন্ত্রাসী, আল কায়েদার ১২ ও বাথ পার্টির ২০ সন্দেহভাজনএদের মধ্যে লেবাননের নাগরিক মান বাসুর ছাড়া বাকি সবাই ইরাকি নাগরিক


শেয়ার করুন

0 facebook: