22 January 2019

গভীর রাতে ঘুমে আচ্ছন্ন পিএস, পবিত্র কুরআন তেলাওয়াতে এমপি শাহ নেওয়াজ


সিলেট প্রতিনিধিঃ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) আসন থেকে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজীর গাড়ীতে বসে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করছেনএই ছবিকে ঘিরে তার প্রশংসার পাশাপাশি আলোচনায় সরব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্র

জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে ঢাকা থেকে সিলেট ফেরার পথে গাড়িতে গ্যাস ঢুকাতে ফিলিং স্টেশনে গাড়ীটি থামানো হয়তখন অযথা সময় নষ্ট না করে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকেন নব-নির্বাচিত এ সাংসদ

তার পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায়তার প্রশংসা করে অনেকে মিলাদ গাজীর দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা করছেন

বিষয়টি নিয়ে মিলাদ গাজী এমপির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করেন তার একান্ত সহকারী (পিএস) মহিবুর রহমানতিনি জানান, সোমবার (২১ জানুয়ারী) আইনশৃংখলা বাহিনীর সাথে একটি মিটিংয়ে উপস্থিত হতে রোববার রাত ১২টা ২৫ মিনিটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন মিলাদ গাজীনরসিংদীর একটি ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় আমাদেরএসময় আমি গাড়ীর পিছনে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলামস্যার পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত ছিলেনকে এই ছবি তুলেছে সেটিও আমি বলতে পারি নাপড়ে ফেসবুকে এটি দেখেছি

তিনি আরো বলেন, স্যার প্রতিবার দীর্ঘ যাত্রায় পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতে সময় পার করেনএছাড়া প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়াকে দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী শাহ্ নেওয়াজ গাজী (মিলাদ গাজী)তিনি সাবেক মন্ত্রী ও এমপি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত দেওয়ান ফরিদ গাজীর ছেলে


শেয়ার করুন

0 facebook: