13 April 2019

জেলেই ইসলাম গ্রহণ করলেন ৯ বন্দি


আন্তর্জাতিক ডেস্কঃ জেলখানায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ৯ জন বন্দি। এমন ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। খবর খালিজ টাইমসের।

এক বিবৃতিতে জানা যায়, দেশটির আল ঘারব পুলিশ স্টেশনে বিভিন্ন ধর্মের অনুসারী ওই ৯ জন বন্দি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ওই পুলিশ স্টেশনে একজন ইমামের উপস্থিতিতে তারা ইসলাম গ্রহণ করেন বলে জানা যায়।

ইসলাম গ্রহণ করতে পেরে ওই ৯ বন্দি অনেক খুশি বলে জানান। এছাড়া ইসলামের আলোকে তারা তাদের পরবর্তী জীবন পার করবেন বলে জানান।


শেয়ার করুন

0 facebook: