18 August 2019

ফেসবুকে বাংলার পাশাপাশি চাকমাদের জন্য আলাধা ভাষা সংযোজন করেছে কতৃপক্ষ


স্টাফ রিপোর্টার।। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার এবার স্থান করে নিলো চাকমা ভাষা। সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে নিরলসভাবে কাজ করা জ্যোতি চাকমা জানা, বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশগুলো থেকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারী রয়েছে।

ডিজিটাল প্লাটফর্মে চাকমা ভাষা নিয়ে জ্যোতি চাকমার সঙ্গে কাজ করে যাচ্ছে বিভূতি চাকমা। ফেসবুকের দেওয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করে জ্যোতি চাকমা।

জ্যোতি চাকমা বলে, ফেসবুক সাম্প্রতিক এই আপডেট আমাদের জানায়নি। আমরা নিজেরাই এটা দেখতে পাই। গুগল ট্রান্সলেটে চাকমা ভাষা যুক্ত করার ব্যাপারেও এখন আমরা কাজ করছি যাচ্ছি বলে জানা সে

সে বলেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য গুগল ১ আগস্ট থেকে চাকমা কি বোর্ড সংযোজন করেছে। এখন গুগল অনুবাদে চাকমা ভাষার অন্তর্ভুক্তির জন্য কাজ করা হচ্ছে বলে জানা সে


শেয়ার করুন

0 facebook: